ওমানের দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মাদ মনিরুল ইসলাম রকি। দেশটির সরকারের পক্ষথেকে সম্মানসূচক ও দীর্ঘমেয়াদী এই ভিসা প্রবাসী বিনিয়োগকারীদের জন্য দেওয়া হয়। চট্টগ্রামের পটিয়ার সন্তান রকি প্রায় ১৮ বছর ধরে ওমানে অবস্থান করছেন। প্রথমে সাধারণ শ্রমিক হিসেবে ওমান গেলেও বর্তমানে তিনি একটি কোম্পানির মালিক। ওমানের মাঝে প্রতিষ্ঠিত করেছেন তার নিজস্ব ব্রান্ড ‘রকি ওয়ার্ল্ড’।
ওমানের ভীষণ ২০৪০ বাস্তবায়নে ২০২১ সালের শেষের দিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চালু করা হয় এই গোল্ডেন ভিসা। জানাগেছে, এ ভিসার মাধ্যমে একজন প্রবাসী ওমানে নিজের নামে জমি কিনতে পারবে, এয়ারপোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, ওমানের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত, আত্নিয়স্বজনদের জন্য ভিজিট ভিসা সহ বেশকিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ওমানে ৬ লাখের মত বাংলাদেশির মধ্যে হাতেগোনা কয়েকজন বাংলাদেশি এই ভিসা পেয়েছেন। গোল্ডেন ভিসা হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত রকি।
বর্তমানে ওমানে যে কয়জন বাংলাদেশি সফল ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে রকিও একজন। ওমানে মোবাইল এক্সেসরিজ আইটেমের মধ্যে রকি ওয়ার্ল্ড বেশ প্রসিদ্ধ একটি নাম। ছোট্ট দোকান থেকে ওমানে যাত্রা শুরু হলেও এখন দুবাইতেও তিনি সাপ্লাই দেন। ওমানে চারটি বড় শো-রুম রয়েছে শুধুমাত্র পাইকারি বিক্রির জন্য। ১০০টিরও বেশি খুচরা ব্যবসায়ীদের মোবাইলের সরঞ্জাম সরবরাহ করেন রকি। শতভাগ কোয়ালিটি সম্পন্ন এবং গ্যারান্টি যুক্ত মোবাইলের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় তার কাছে। আর তাই এখন শুধু মাস্কাট নয় দুবাইয়ের ব্যবসায়ীরাও তার কাছ থেকে পণ্য নেন।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post