প্রাচীনকাল থেকেই প্রাচুর্য প্রদর্শন আর অর্থনৈতিক লেনদেনে গুরুত্ব আছে স্বর্ণের। সোনাকে বলা হয় অর্থের স্থায়ীরুপ। হাজার হাজার বছর ধরে স্বর্ণ কেনো এতো মূল্যবান সম্পদ? এমন প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। আজ আপনাদের জানাবো স্বর্ণ কেন এত মূল্যবান। হাজার বছর আগে স্বর্ণ সহজলভ্য ছিলো, অনেক প্রাচীন সংস্কৃতি মাটিতে বা পানিতে স্বর্ণের সন্ধান পেয়েছিলো। ধীরে ধীরে খনির সন্ধান পাওয়ার পর এর চাহিদা বাড়লো। তার পরেও এটি বিরল একটি ধাতু। কারণ, এ ধাতু সৃষ্টি পৃথিবী সৃষ্টির সময়। এর পারমানবিক সংখ্যা ৭৯, এতে ৭৯ টি প্রোটন, ৭৯ টি ইলেকটন, ১১৮ টি নিউটন রয়েছে।
মানুষের পক্ষে এ ধাতু সৃষ্টি অসম্ভব। মহাকাশে হলুদাভ বা উজ্জ্বল হলুদ নক্ষত্র যাদের বলা হয় সুপার নোভা। এই সুপার নোভার বিস্ফোরণের কারণেই মহাবিশ্বে স্বর্ণের সৃষ্টি। নোভার বিস্ফোরণের পর স্বর্ণ বায়বীয় আকারে ছিলো। পরে সৌর জগত গঠনের সময় তা একত্রিত হয়। আর এভাবেই পৃথিবীতে স্বর্ণের আগমন ঘটে।
তবে নতুন করে স্বর্ণের সৃষ্টির জন্য প্রচুর শক্তির প্রয়োজন। এজন্যই স্বর্ণ একটি বিরল ধাতু। স্বর্ণ হচ্ছে পৃথিবীর আকর্ষণীয় ও লোভনীয় ধাতু। স্বর্ণকে গয়না বানানো হয়ে থাকে, পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে স্বর্ণের সজ্জিত উপসনাগার দেখা যায়। মিশর থেকে চীন পর্যন্ত স্বর্ণ সংস্কৃতির একটি অংশ ছিলো। স্বর্ণ অক্ষয়। আর এজন্য পৃথিবীর সৃষ্টির পর থেকে যত স্বর্ণ আহরণ করা হয়েছে তা এখনো টিকে আছে। হাজার বছর ধরেও স্বর্ণ তার ওজন বজায় রাখে। এটি অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে না তাই এতে কখনোই মরিচা ধরে না। তবে শুধু মাত্র হাইড্রোক্লোরিক এসিড এবং নাইট্রিক এসিড মিশ্রণে স্বর্ণের পরিবর্তন আনতে পারে।
এটিকে ভেঙ্গে ফেলা খুবই সহজ, স্বর্ণ যেকোন অবস্থাতেই মূল্যবান। যেখানে কাগজের মুদ্রা ছিড়ে ফেললে আর মূল্য থাকে না, সেখানে স্বর্ণ ভেঙ্গেচুড়মার করা হলেও সেটি মূল্যবান। ক্রেতাদের চাহিদা থাকায় এটি সহজেই বিক্রি করা যায়। ভারত ও চীনে এর ক্রেতা সবচেয়ে বেশী। স্বর্ণ এমন একটি ধাতু, যার দাম প্রভাবিত হলেও, কখনোই তা নেমে যায়না। তাই অর্থনৈতিক এ মন্দার সময়ে স্বর্ণে বিনিয়োগ হতে পারে লাভজনক ও নিরাপদ বিনিয়োগ।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post