অর্থের বিনিময়ে ‘নারীদের কণ্ঠ নকল ও বিশেষ যৌনসেবা’ প্রদান করেন— এমন ৩ হাজার বিদেশি পুরুষকে বহিষ্কার করেছে কুয়েতের সরকার। এই আদেশপ্রাপ্তদের মধ্যে কয়েকজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষও আছেন। কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গালফ নিউজকে বলেন, কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তালাল আল খালিদ সম্প্রতি যেসব পুরুষ নারীদের সাজ-পোশাক নকল করেন— তাদের আটক ও দেশ থেকে বিতাড়িত করার আদেশ দিয়েছেন। ‘তার আদেশের পর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করে। সেই অভিযানেই আটক এই ৩ হাজার বিদেশিকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কার হওয়া এই তিন হাজার বিদেশির বিরুদ্ধে অভিযোগ— নারীদের সাজ-পোশাক পরিধান ও নারী কণ্ঠের অনুকরণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন। এসব ভিডিওর প্রায় সবগুলোই যৌন আবেদনপূর্ণ। দেশের তরুণ প্রজন্মকে ‘সম্ভাব্য ধ্বংসের’ কবল থেকে রক্ষা করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা গালফ নিউজকে আরও বলেন, ‘এদের প্রায় সবাই কুয়েতের বিভিন্ন ম্যাসাজ পার্লারে কাজ করতেন। সেখানে খদ্দেরদের বিভিন্ন ‘রহস্যময় সেবা’ তারা প্রদান করতেন। তাদের মধ্যে অনেকে খদ্দেরদের বাড়িতে যেতেন বলেও আমদের কাছে তথ্য আছে।’ গালফ নিউজকে বলেন ওই কর্মকর্তা।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post