শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৭) নামের এক ওমান প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পর স্ত্রী সুমাইয়াসহ শ্বশুর বাড়ির লোকজন সবাই পলাতক রয়েছে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম ইউনিয়নের লাপাং মধ্যপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রুবেল উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে।
রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল। প্রবাস থেকে ফিরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টায় প্রতিবেশীরা ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে এ সময় রুবেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post