ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই যে টাইগাররা জিতে যাবে এমনটি ভাবেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার ধারণা ছিল, মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টাইগাররা বড়জোর একটি ম্যাচে জিতবে।
সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় ওয়ানডেতে সেই মিরাজের অভিষেক সেঞ্চুরি ও মাহমুদউল্লাহকে নিয়ে দারুণ জুটিতে ৫ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। গতকাল সিরিজ জয়ের পর গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই অবাক হয়েছি।’
পাপন মিরাজের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথমটাতে যেমন মিরাজ দূর্দান্ত খেলেছে তেমনি দ্বিতীয়টাতেও সে ছিল অনবদ্য। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি অবশ্য বলেছিলাম আরে, পরপর দুদিন কিভাবে ভালো খেলে। কিন্তু দেখেন আজকেও ছেলেটা ভালো খেলেছে।’
এই সিরিজে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। লিটনের প্রশংসা করে বোর্ড প্রধান বলেন, ‘লিটনের অধিনায়কত্ব খুব ভালো ছিল। খুবই ভালো অধিনায়কত্ব করেছে। ভারত শুধু উপমহাদেশের না, বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুইবার সিরিজ জেতা বিরাট ব্যাপার।’
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post