ওমানে দুই স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ৫ ডিসেম্বর দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে দুটি স্কুল বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়েছে। দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই দুর্ঘটনা সম্পর্কে দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জানান, মুসান্নাহর ইমাম খানবাশ বিন মোহাম্মদ স্কুল ফর বেসিক এডুকেশন এবং ইবনে আল-হায়থাম প্রাইভেট স্কুলের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত সবাইকে মুসান্নাহর স্বাস্থ্যকেন্দ্রে এবং রুস্তাক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই এবং এতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসাতেই সকল শিক্ষার্থী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, এই দুর্ঘটনার কারন এখনো জানা যায়নি। ঘটনার অনুসন্ধানে কাজ করছে মন্ত্রণালয়।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post