সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ দর্শনার্থী ওমানের। গত নয় মাসে ১০ লাখেরও বেশি ওমানি দর্শনার্থী আমিরাতে গিয়েছে। এতে করে আমিরাতের জন্য দ্বিতীয় সোর্স কান্ট্রি হিসেবে জায়গা পেয়েছে ওমান। দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। আমিরাত এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়কালে ওমান থেকে প্রায় ১০ লাখ পর্যটককে আকৃষ্ট করেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণের তালিকায় শীর্ষে আছে ভারত। যা ২০২১ সালের তুলনায় ১২১ শতাংশ বেড়েছে। আমিরাতের পর্যটকের বাজারে ওমানের পর সৌদি আরব, যুক্তরাজ্য এবং রাশিয়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী, একই সময়ে উপসাগরীয় দেশগুলো থেকে ওমানেও আগত দর্শনার্থীদের সংখ্যা ৭৮০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষে ১৩,৫১২ থেকে ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। করনার পর ফের ঘুরে দাঁড়াচ্ছে ওমান সহ মধ্যপ্রাচ্যের পর্যটন খাত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post