মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ পাপুলের বিরুদ্ধে কঠোর অবস্থানে কুয়েত সরকার। পাপুলকে জিজ্ঞাসাবাদে মানবপাচারের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ। রোববার আরব টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তবে এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি। এ ঘটনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী- যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন সালেহ। বাংলাদেশি এমপি’র সঙ্গে কুয়েতের যারা জড়িত, তাদেরও নাম প্রকাশের দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য আবদুল করিম আল-কানদারি। গত ৬ জুন গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল। পরে তাকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।
অর্থপাচার ও মানবপাচারের অভিযোগে গত ৬ জুন কুয়েতে আটক হন বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। এরপর থেকেই বিষয়টি নিয়ে বেশ জোরেশোরে তদন্তে নামে কুয়েত সরকার। এরইমধ্যে পাপুলকে জিজ্ঞাসাবাদের জন্য টানা ৮ দিনের রিমান্ডে নিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।
আটক বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিষয়ে কুয়েত সরকার যে কঠোর অবস্থান নিয়েছে তারই ইঙ্গিত দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী। পাপুলের পর দেশে সবচেয়ে বড় মানবপাচার চক্রের হোতাকে আটক করার কথা জানিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী। আটক ব্যক্তি এশিয়ার একটি দেশের নাগরিক বলে জানান তিনি।
উপ-প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করে শনিবার এক টুইট বার্তায় মানবপাচারের বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মানবপাচারের অভিযোগের তদন্তে সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি যে-ই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। কাউকে ন্যূনতম ছাড় দেয়া হবে না।
এদিকে এমপি পাপুলের সাথে জড়িত আরও অনেকেই ফেঁসে যেতে পারেন বলে জানিয়েছেন কুয়েতের বিশিষ্ট প্রবাসীরা। কুয়েত থেকে সরকার দলীয় এক সিনিয়র নেতা প্রবাস টাইমকে বলেন, পাপুলের সাথে আরও অনেকেই জড়িত আছে, যারা এখন কুয়েতের গোয়েন্দা নজরদারিতে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, সিলেট, নারয়নগঞ্জ ও চাঁদপুরের কিছু লোক জড়িত রয়েছে এমপি পাপুলের সাথে।
আরও পড়ুনঃ সৌদি থেকে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে আনা হবে
এদিকে এমপি পাপুলের এই মানব ও অর্থ পাচারের জন্য প্রবাসীরা ধিক্কার জানিয়েছেন। ওমান থেকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান প্রবাস টাইমকে বলেন, এইসব অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিৎ। এদের কারনে বিদেশের মাঠিতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
আরও দেখুনঃ ওমানের প্রবাসী ব্যবসায়ীরা যেমন আছেন?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post