নির্মাণ খাতে কর্মরত প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। ২৯ নভেম্বর ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম ওমান ডেইলি। এতে বলা হয়, এখন থেকে ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে পেশাদার স্বীকৃতি লাগবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্মাণ খাতে কর্মরত প্রকৌশলীদের কিংবা যারা কাজে নিযুক্ত হবেন তাদেরকে ওমান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্সে আবেদন করতে হবে। এতে করে প্রতিষ্ঠানটি প্রকৌশলীদের তালিকা করতে পারবে। তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার পর শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ কিংবা নবায়নের আবেদন করতে পারবে।
নতুন এই আইনের ফলে ওমানে যেসব প্রবাসী ভুয়া সনদ দিয়ে ইঞ্জিনিয়ার ভিসা নিয়েছিলেন, তাদের জন্য আর ভিসা নবায়ন সম্ভব হবেনা। জানাগেছে, ওমানে এমন অসংখ্য প্রবাসী ইঞ্জিনিয়ার ভিসায় আছেন, যারা নিজের সাইন পর্যন্ত দিতে পারেননা। এদের কারণে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে, নতুন এই আইনের ফলে এখন থেকে ভুয়া সনদ দিয়ে ইঞ্জিনিয়ার ভিসায় ওমান যাওয়ার সুযোগ আর থাকছেনা।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post