মরু এলাকায় তুষারপাত হচ্ছে- শুনলে প্রথমে কেউই বিশ্বাস করতে চাইবে না। জলবায়ু পরিবর্তনের কারণেও এমনটা হওয়ার কথা না। আবার ভৌগলিক কারণেও তা সম্ভব নয়। তাহলে কিভাবে হচ্ছে তুষারপাত! আবার সেখানে রীতিমতো বরফের মধ্যে চলছে স্কেটিং। এসব কিছু মরু অঞ্চলে কল্পনার বাইরে। তবে ঘটনা হচ্ছে প্রযুক্তির উৎকর্ষের কারণে। সৌদিআরবের ট্রোজেনার স্কাই ভিলেজ স্নো মেকিং টেকনিশিয়ানরা সফলভাবে সারাওয়াত পর্বতমালায় কৃত্রিম তুষার উৎপাদন করতে সক্ষম হয়েছে। আর সেখানেই চলবে এই স্কেটিং।
আগামী ২০২৯ সালে ১০ম এশিয়ান উইন্টার গেমস (এডব্লিউজি) ট্রোজেনাতে আয়োজনের জন্য সৌদি আরব স্বাগতিক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। গত অক্টোবরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে সৌদি প্রস্তাব অনুমোদন করেছে।
নিউম কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের মার্চে ট্রোজেনা প্রতিষ্ঠার ঘোষণা দেন। ক্রাউন প্রিন্স জোর দিয়ে বলেন যে, ট্রোজেনা এই অঞ্চলে পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে, সৌদি আরব কীভাবে তার ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্যের উপর ভিত্তি করে গন্তব্যস্থল তৈরি করছে তার একটি অনন্য উদাহরণ।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post