বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আসা পর্যটকরা মুগ্ধ মরুর সৌন্দর্য দেখে। এবারের বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হলেও অর্থনৈতিক সুবিধা পাচ্ছে পার্শ্ববর্তী দেশ ওমান, আমিরাত ও সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। বিশ্লেষকরা বলছেন, দ্রুত যোগাযোগের সুবিধা ও খেলা চলাকালীন বিশেষ শাটল ফ্লাইটের ব্যবস্থা থাকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, ইরানসহ প্রায় সব আরব দেশেই পর্যটকরা যেতে পারছে। এমনকি তারা খেলা উপভোগ করে কাতারের পাশের দেশগুলোতে গিয়ে থাকতে পারছে।
রেডশির স্ট্র্যাটেজি কনসালট্যান্টের হিসাবে বিশ্বকাপে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে বাড়তি যোগ হবে চার বিলিয়ন ডলার। এতে সবচেয়ে বেশি লাভবান হবে হোটেল ও হসপিটালিটি খাত। এ ছাড়া খুচরা খাত ও ই-কমার্স লাভবান হবে। পর্যটকদের জন্য নয়নাভিরাম শহর দুবাইয়ের আকর্ষণ তো থাকছেই। খেলা চলাকালীন দোহা থেকে দুবাইয়ে প্রতিদিনই ফ্লাইট থাকছে। অক্টোবর-নভেম্বর সময়ে দেশগুলোতে বেচাবিক্রি বেড়ে হবে ৭০ বিলিয়ন ডলার, যা গত বছরের ৬১ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।
গবেষণাপ্রতিষ্ঠান নাইট ফ্রাংক বলছে, ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে কাতারে ১৫ লাখ দর্শনার্থীর সমাগম হবে। এর পরের বছর দেশটিতে অনুষ্ঠিত হবে ‘এশিয়ান কাপ ২০২৩’। ফলে পর্যটক বাড়তেই থাকবে। এমনকি ২০৩০ সাল পর্যন্ত দেশটির হোটেল ও হসপিটালিটি খাতে প্রবৃদ্ধি ১২ শতাংশ করে হবে। এ খাতের মূল্য দাঁড়াবে ৫৫ বিলিয়ন ডলার, যা কাতারের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখবে। প্রতিষ্ঠানটি জানায়, এতে ২০২৩ সালে কাতারে পর্যটক বেড়ে হবে ৫৪ লাখ এবং ২০৩০ সাল নাগাদ হবে ৭০ লাখ।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post