এবারের বিশ্বকাপ নিয়ে আলোচনার যেন শেষ নেই। দুনিয়ার সেরা এই আসর নিয়ে গোটা বিশ্বব্যাপী চলছে আলোচনা। বিশ্বকাপে ছোট পোশাক পরে গ্যালারীতে যাওয়া যাবে না, কাউকে জড়িয়ে ধরা যাবে না এবং মদপান পর্যন্ত নিষিদ্ধ করেছে কাতার। এছাড়াও স্বামী-স্ত্রী ব্যতীত কেউ যুগলভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে অবস্থান করতে পারবেনা, ফুটবল মাঠে ছোট ছোট কাপড় পরে যাওয়া যাবেনা, আনন্দ-উল্লাসে একজন পুরুষ কোন নারীকে অশ্লীলভাবে জড়িয়ে ধরতে পারবেনা সহ নানা রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্য করলে মোটা অংকের জরিমানা সহ ফাঁসিও হতে পারে এমন কঠোর হুশিয়ারি দিয়েছে কাতার।
২০ নভেম্বর পর্দা উঠে কাতার ফুটবল বিশ্বকাপের। শুরু হয়ে গেছে মাঠের লড়াই। সবাই নিজের প্রিয় দলকে নিয়ে তর্কযুদ্ধে মেতে ওঠেছেন। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনেও। ফুটবলপ্রেমী তারকারা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।
তবে এসবের মাঝেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ভিন্ন এক কারণে বেশ আনন্দিত হয়েছেন। তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, আমি খুবই আনন্দিত যে এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। কাতার প্রায় ১০০ ভাগ মুসলিম একটি দেশ। প্রতিটি মুসলমান ঈমান নিয়ে বসবাস করে এই দেশে, তারা যে সত্যিকারের খাঁটি মুসলিম সেটা প্রকাশ করল এবারের বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন রকমের নিয়ম বেঁধে দিয়ে। ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা প্রমাণ হলো আবারও।
অভিনেতা সিদ্দিক বলেন, ইসলাম ধর্ম অনুসারে যে সমস্ত জিনিসের প্রতি আমাদের বাধা রয়েছে, আল্লাহ পাক যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত জিনিসগুলোকে মানা করে দিয়েছে এই বিশ্বকাপ ফুটবল আসরে। একজন মুসলিম হিসেবে বলতে চাই, মুসলমানের ঈমানি শক্তি যে কত বড় সেটা প্রমাণ পেল এবার ফুটবল বিশ্বকাপে।
শেষে বললেন, সারা পৃথিবী থেকে আগত বিভিন্ন ধর্মের লোকরা এই বিশ্ব আসর থেকে অনুভব করবে মুসলমান ইসলামের জীবন যাপন করে আল্লাহ পাকের অনুশাসনকে মেনে। আমি মনে করি, এই সমস্ত নিয়মের পক্ষে মুসলিম হিসেবে আপনিও। সারা বিশ্বে মুসলমানদের জয় হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন। ২০২২-এর ফুটবল বিশ্বকাপের কাতার আসর সফল হোক।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post