সৌদিআরবে গত এক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী প্রায় ১৫ হাজার ৭১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৭ থেকে ২৩ নভেম্বর নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট দ্বারা পরিচালিত যৌথ অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশ প্রবাসীর বৈধ আকামা ছিলনা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে আরও ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেনি, ১৬ শতাংশ ইথিওপিয়ান এবং ৬ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ৩৭ জনকে সৌদি আরব থেকে বের হওয়ার পথে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় আটক করা হয়েছে।
সৌদি সরকার জানায়, বর্তমানে বিচারাধীন অবস্থায় ৫৩ হাজার ৬২৯ জন প্রবাসী রয়েছে। যাদের মধ্যে ৪৯ হাজার ৬৮ জন পুরুষ এবং ৪ হাজার ৫৬১ জন নারী। এদের মধ্যে ১১ হাজার ৩১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি অনুপ্রবেশে অথবা সীমান্ত অতিক্রমে কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post