ওমানের সুর থেকে প্রায় ১৩০০ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত ২৪ নভেম্বর রাতে সুরের সানাইয়া অঞ্চল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন গ্রেফতার কৃতদের মধ্যে ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক দুই থেকে তিনশো হলেও প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থল থেকে এক প্রবাসী আমাদের জানান, করোনার কারণে গত দুটি বছর কোন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও বর্তমানে বেশ কঠোর অবস্থানে রয়েছে ওমান পুলিশ। প্রতিদিনই ওমানের কোথাও না কোথাও অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করা হচ্ছে।
গত এক মাস পূর্বে সুর বাজার এবং সাগরের তীরবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে অসংখ্য বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। এরপর সুর সেরিয়া নামক স্থানে দ্বিতীয় অভিযান চালায়। গত সপ্তাহ খানেক আগে সুরের টিউয়ি নামক স্থানে অভিযানেও অনেক প্রবাসীকে গ্রেফতার করে। সর্বশেষ গত ২৪ নভেম্বর গভীর রাতে সুরের সবচেয়ে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সানাইয়াতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার প্রবাসীকে ধরে নিয়ে যায় পুলিশ।
গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে যাদের ওমানি স্পন্সর এসেছিলো, তাদেরকে ছেঁড়ে দেয় পুলিশ। কিন্তু যাদের ওমানি আসেনি, তাদেরকে আটক করে রাখে। ওমানের আইন অনুযায়ী সাজা ভোগ করে প্রত্যেক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন সুর থানার এক পুলিশ কর্মকর্তা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উক্ত কর্মকর্তা বলেন, ‘ওমানে আইন শৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে বেশ কঠোর অবস্থানে পুলিশ। ইদানীং মাদকের সাথে অনেক অবৈধ প্রবাসী জড়িয়ে পড়ছেন।’
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post