ওমানের ৫২ তম জাতীয় দিবস, ফিফা বিশ্বকাপ, বড়দিন এবং নতুন বছরের আগমন, সবকিছু মিলে বর্তমান সময় যেন সাইবার অপরাধীদের জন্য এক বিরাট উৎসবের। এসব আয়োজনকে সামনে রেখে জিমেইলে, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে বিভিন্ন স্প্যাম ও ফিশিং আক্রমণ চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া বিভিন্ন উপহার বা সুবিধা দেওয়ার প্রলোভনের ফাঁদ পেতে ফিশিং লিংক পাঠানো হচ্ছে মোবাইলে। অনেকেই না বুঝে এসব লিংকে ক্লিক করে হারাচ্ছেন মোবাইলের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। হ্যাকারদের এসব ফাঁদে পা দিয়ে ব্যাংকের তথ্য সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে সাইবার অপরাধীদের দখলে।
গুগলের তথ্যমতে, বছরের শেষ নাগাদ প্রতিবছরই জিমেইলে ভুয়া মেইলের সংখ্যা বৃদ্ধি পায়। তবে এ বছর ভুয়া মেইলের মাধ্যমে স্প্যাম ও ফিশিং আক্রমণের ঘটনা বেশি ঘটছে। গত দুই সপ্তাহে ২৩১ বিলিয়নের বেশি স্প্যাম ও ফিশিং মেইল ব্লক করেছে তারা। স্প্যাম ও ফিশিং মেইল থেকে নিরাপদ থাকতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে গুগল। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো কার্ড বা উপহারের মেইলসহ অনুদান, সেবা নিবন্ধনবিষয়ক মেইলগুলো খোলার সময় সতর্ক থাকতে বলেছে প্রতিষ্ঠানটি।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post