ফাইনাল খেলার লক্ষ নিয়ে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হারলেও এই ম্যাচে জিততেই হচ্ছে তাদের। কারন, এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। আর তাই, আগের ম্যাচের সেই স্মৃতি ভুলে শুধুমাত্র মেক্সিকো ম্যাচেই মন দিতে চায় আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন লাউতারো মার্তিনেস। জানালেন সব কিছু ভুলে এই ম্যাচেই এখন তাদের পুরো মনোযোগ। তবে, মার্তিনেস অকপটে স্বীকারও করেছেন সৌদি আরবের কাছে হার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে।
আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। অস্বীকার করার সুযোগ নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার আমাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। যদিও নিজেদের শক্তির উপর আস্থা রয়েছে আমাদের।’
মেক্সিকো ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মার্তিনেস আরো বললেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে কী আসছে, তা নিয়ে ভাবতে হবে। আর যা আসছে তা মেক্সিকো। তাই যাই হোক না কেন, আমাদের কেবল জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’ এবারের ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post