বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এতে বিভিন্ন দেশেই শ্রমিকদের অধিকার লঙ্ঘন হচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় দেশ ওমানেও এর ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক সময়ে ওমানে বেশকিছু অভিযোগ এসেছে ওমানের শ্রমিক ইউনিয়নের কাছে। যেখানে অভিযোগ করা হচ্ছে ওমানে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করছে বেশকিছু কোম্পানি। চলমান এই সংকটে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে ভারসাম্য রক্ষায় সরকারের স্থায়ী সমাধানে পৌঁছোনো জরুরী বলে মনে করেন দেশটির আইন বিশেষজ্ঞরা। কোভিড -১৯ এর প্রাদুর্ভাবকালে নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন কর্তন ও কোনো নোটিশ ছাড়াই কর্মী ছাঁটাই নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই কথা বলেন দেশটির আইনজীবীরা।
আরও পড়ুনঃ ওমানে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে
সোমবার টাইমস অব ওমানের এক প্রতিবেদনে জানানো হয়, শ্রমিক আইন বিশেষজ্ঞ ও মোহাম্মদ ইব্রাহিম আইন ফার্মের নির্বাহী পরিচালক নাইফ বিন খালিদ আল ক্বারি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে দেশের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সরকারের একটি স্থায়ী সমাধানে আসা দরকার। কারণ বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ বেকার হয়ে পড়বে। যা দেশের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। তাই সরকারে উচিত এখনই নিয়োগকর্তাদের সাথে একটি স্থায়ী সমাধানে আসা।
আল ক্বারি আরও বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে নিয়োগকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে আসার প্রয়োজন রয়েছে সরকারের। এরফলে দেশের অনেক কর্মী চাকরীচ্যুত হবে না। একই সাথে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থের ভারসাম্য প্রয়োজন। এর ফলে দেশের শ্রম অধিকার বাস্তবায়ন হবে পাশাপাশি শ্রমশক্তি বা তাদের বেতন সঠিক ভাবে পাবে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA&t=219s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post