অবৈধ প্রবাসীদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে ওমানের আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির যেসব অঞ্চলে প্রবাসীরা থাকেন, এমন সব অঞ্চলে অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি সপ্তাহে মাস্কাটের একাধিক স্থানে অভিযানের খবর পাওয়া গেছে। এবার বুধবার দিবাগত রাতে (২৪-নভেম্বর) দেশটির বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল হামরিয়াতে অভিযান চালিয়েছে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামরিয়া থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়ে ৫টা নাগাদ চলে। এ সময় প্রবাসীদের রুমে তল্লাশি করে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করা হয়।
টানা ৫ ঘন্টার এই অভিযানে শতাধিক প্রবাসীকে আটক করার কথা শুনা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি ওমান পুলিশ। হামরিয়া থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, বর্তমানে পুলিশের ভয়ে অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন। সারাদিন কাজ করে রাতে নিজের রুমে না থেকে পাহারের গুহায় লুকিয়ে থাকছেন অনেক অবৈধ প্রবাসী। জানাগেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে ওমান গেলেও স্পন্সরের কারণে অবৈধ হয়ে এখন চরম আতঙ্কের মাঝে আছেন অসংখ্য প্রবাসী।
মাসে মাসে প্রবাসীদের থেকে কমিশন নিলেও বছর শেষে ভিসা নবায়ন করেননা অনেক ওমানি। আবার অনেক ওমানি ভিসা নবায়নের কথা বলে টাকা নিয়ে উল্টো পাসপোর্ট ব্লক করে দেন এমন অভিযোগের সংখ্যাও কম নয়। এদিকে, গতকাল ওমানের সুর অঞ্চলের সানাইয়াতেও অভিযানের খবর পাওয়া গেছে। সেখান থেকে প্রায় দুই শতাধিক বাংলাদেশিকে আটক করা হলেও যাদের বৈধতা ছিলো তাদেরকে ছেঁড়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post