‘ইলেকট্রিক কার’ বলতে খেলনা মনে করবেন না৷ ব্যাটারিতে চলে এমন গাড়ির সর্বোচ্চ শক্তি আজ ৭৫১ হর্স পাওয়ার! পেট্রল ও ডিজেলচালিত মোটরগাড়ি একদিন উঠে যাবে। সেই জায়গায় আসবে ইলেকট্রিক ভেহিক্যাল বা বৈদ্যুতিক গাড়ি (ইভি)। বিশ্বের বড় বড় সব গাড়ি প্রস্ততকারক কোম্পানি এখন এই বৈদ্যুতিক গাড়ির নতুন নতুন মডেল উদ্ভাবন ও তৈরির কাজে বেশ মনোযোগী। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে চলছে সর্বশেষ প্রযুক্তি দিয়ে তৈরি এই বৈদ্যুতিক গাড়ি।
আগামী ২০২৫ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাস্তায়ও দেখা যাবে এই ইলেকট্রিক কার। এই গাড়ি একবার চার্জ দিলে ৬০০ কিলোমিটার চালানো যাবে। সেইসাথে ২১ বছর পর্যন্ত কোনও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে না। গাড়িগুলো একটি ৮৫ ওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত হবে। এটি ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ করার জন্য একটি ডিভাইস দিয়ে সজ্জিত করা হবে। এই গাড়ির বডি কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি, যা ইস্পাতের চেয়ে দশগুণ বেশি শক্তিশালী কিন্তু পাঁচগুণ হালকা, যা একবার চার্জে দীর্ঘতম ড্রাইভিং রেঞ্জ দেয়।
এমনটি জানিয়েছে ওমানের অটোমোবাইল কোম্পানি নূর মাজানের চেয়ারম্যান সুলতান বিন হামাদ আল আমরি। গত কয়েক দশক ধরে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই অঞ্চলে ইলেকট্রিক গাড়ি উৎপাদনের স্বপ্ন অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। কানাডিয়ান অটোমোবাইল কোম্পানি ট্রুভ ভিক্টরি আইএনসি’র সঙ্গে যৌথ ভাবে ইলেকট্রিক ও হাইড্রোজেন চালিত গাড়ি প্রস্তুত নিয়ে কাজ করছে এই কোম্পানি।
২০১৮ সাল থেকে ওমানের সুইক নামক অঞ্চলে ৬০ হাজার বর্গমিটার কারখানায় উৎপাদনের পরিকল্পনা করা হলেও ওই বছর বন্যার কারণে কারখানা স্থাপনে দেরি হয়। এক সাক্ষাৎকারে কোম্পানির চেয়ারম্যান আল আমরি বলেন, আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে। আমরা ২০২৫ সালে ইলেকট্রিক গাড়ি উৎপাদন শুরু করব, বছরে ১ হাজার ২৪৮টি গাড়ি উৎপাদন করা যাবে।
আরও পড়ুন:
সব আইন শুধু প্রবাসীদের জন্য!
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post