প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আজ থেকে শুরু হওয়া এ আসর চলবে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। আগে কখনো বিশ্বকাপে না খেলেই বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। এর আগে কখনো ফুটবল বিশ্বকাপ না খেলেই হোস্ট করা সর্বশেষ দেশ ছিল ইতালি, তাও আবার ১৯৩৪ সালে। যা ফুটবল ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ।
একমাত্র প্রথম আসরে অর্থাৎ ১৯৩০ সালের বিশ্বকাপে এক শহরেই বিশ্বকাপের সব ম্যাচ হয়েছিলো। ৯২ বছর পর এসে আবারো তেমনটি হতে যাচ্ছে। এবার কাতারের দোহা শহরেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এতো বছর পর এসেও বেশ কিছু প্রথমের অংশ হয়ে থাকবে কাতার বিশ্বকাপ ২০২২।
আয়োজক হয়েই কাতার নিজেদের নাম তুলেছে ইতিহাসের পাতায়। প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে তারা। সেই আয়োজন সফল করতে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। বিশ্ব আসরের ফাইনালের পরই বলা যাবে কতটুকু সফল হলো তাদের এই বর্ণাঢ্য আয়োজন।
এর আগে, বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ ১৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিলো ব্রাজিলের, ২০১৪ সালে। এমনকি রাশিয়াও ২০১৮ সালে ১১ বিলিয়ন ডলারের বেশি খরচ করেনি। কিন্তু সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে কাতার। প্রথম আয়োজক দেশ হিসেবে তারা ব্যয় করেছে ২২০ বিলিয়ন ইউএস ডলার (বাংলাদেশি টাকায় ২২ হাজার কোটি টাকা প্রায়)। ভবিষ্যতে কোনো দেশের পক্ষে ব্যয় করা সম্ভব হবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ ভেন্যুতে। কিন্তু এই আট ভেন্যুর অবস্থান মাত্র ৫৫ কিলোমিটারের মধ্যে। এর আগে এতো কম জায়গায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হয়নি। এবারের আসরে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করার সুযোগ পেতে যাচ্ছেন নারী রেফারিরা। ৩ জন মূল রেফারির পাশাপাশি আরও ৩ জন সহকারী রেফারি এবারের আসরে মাঠে নেমে গড়বেন অনন্য এই কীর্তি।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতও বদলি খেলোয়াড় হিসেবে ৫ জনকে নামাতে পারবে দলগুলো। করোনা পরবর্তী সময়ে ফুটবলারদের উপর চাপ কমাতে প্রথমে উয়েফা ৫ ফুটবলার পরিবর্তনের নিয়ম আনে। এরপর ফিফাও বিশ্বকাপ বাছাইপর্বে সেই নিয়ম ধরে রাখে। এবার বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে ৫ বদলি ফুটবলারের নিয়ম।
প্রতিবার বিশ্বকাপে দেশগুলো অংশ নিতো ২৩ জন ফুটবলারকে নিয়ে। এবারই প্রথম ৩ জন বাড়িয়ে করা হয়েছে ২৬ সদস্যের স্কোয়াড। আগের ২১টি বিশ্বকাপের প্রতিটি আসরই অনুষ্ঠিত হয়েছে জুন-জুলাই মাসে। এবারই প্রথম নিজেদের ৯২ বছরের ঐতিহ্য ভেঙ্গে শীতকালীন সময়ে এসে বিশ্বকাপ মঞ্চায়িত হতে যাচ্ছে। মূলত মরুর বুকে প্রথম বিশ্বকাপ হওয়ায় গরম এড়াতে নভেম্বর-ডিসেম্বরকে বেছে নেয়া হয়েছে এবারের আসরের জন্য।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post