ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সুলতান হাইথাম বিন তারিক ৫২তম গৌরবোজ্জ্বল জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার ধোফারের আল নাসর স্কোয়ারে অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেন। এই অনুষ্ঠানে ওমানের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ন্যাশনাল গার্ড, সুলতানের বিশেষ নিরাপত্তা বাহিনী, রয়েল ওমান পুলিশ, সামরিক ব্যান্ডের পাশাপাশি ফিরাক বাহিনীর প্রতিনিধিত্বকারী প্রতীকী ইউনিটগুলি অংশগ্রহণ করে।
নাসর স্কয়ারের প্যারেড গ্রাউন্ডে সুলতানের আগমনের পর তাকে অভ্যর্থনা জানান প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সৈয়দ শিহাব বিন তারিক আল সাইদ, রয়েল অফিসের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোয়ামানি এবং সুলতানের সশস্ত্র বাহিনীর (এসএএফ) চিফ অব স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল্লাহ বিন খামিস আল রাইসি।
সামরিক ব্যান্ডগুলির যৌথ কর্পস রাজকীয় সংগীত বাজায়, যখন ওমানের আর্টিলারি সুলতান মহামান্য সুলতানকে ২১ ফায়ারের স্যালুট জানায়। দিবসটি উপলক্ষে সুলতান হাইথাম বিন তারিক সাহসী সশস্ত্র বাহিনীর কাছ থেকে একটি স্মারক উপহার গ্রহণ করেন। প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী এইচএইচ সৈয়দ শিহাব বিন তারিক আল সাইদ এই উপহার তার হাতে তুলে দেন। এরপর সুলতান প্যারেড গ্রাউন্ড ছেড়ে চলে যান।
৫২তম জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ঘোষণা দেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সুলতান হাইথাম বিন তারিক বৃহস্পতিবার ধোফার প্রদেশের সালালাহের আল হুসন প্যালেসে মন্ত্রী পরিষদের এক সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে সুলতান ওমানকে যে ধন-সম্পদ দিয়েছেন তার জন্য সর্বশক্তিমান আল্লাহর ধন্যবাদ ও প্রশংসা করেন। তিনি গত পাঁচ দশক ধরে ওমানে জীবনের সকল ক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্য সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দেশের ভবিষ্যতের অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করে।
সুলতান ৫২তম গৌরবোজ্জ্বল জাতীয় দিবস উপলক্ষে ওমানি নাগরিক ও প্রবাসীদের শুভেচ্ছা জানান। সুলতান দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) এর জন্য অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলি সম্পন্ন করার গুরুত্ব এবং তাদের অনুমোদিত বাজেটের মধ্যে প্রকল্পগুলো চূড়ান্ত করার গুরুত্বের উপর জোর দেন। সুলতান দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় বাস্তবায়নের জন্য অনুমোদিত প্রকল্পগুলির পাশাপাশি অতিরিক্ত উন্নয়ন প্রকল্পগুলি সম্পাদনের জন্য নির্দেশনাও দিয়েছেন। এর মধ্যে আছে একই ক্যারেজওয়েতে বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থার পুনরুদ্ধার করা এবং মাসিরাহে একটি বহুমুখী বন্দর নির্মাণ করা। সুলতান এর পাশপাশি আরও কিছু উন্নয়ন কাজ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
এর মধ্যে আছে, সিভিল সার্ভিস সিস্টেম এবং অন্যান্য সিস্টেমের সরকারী কর্মচারীদের পদোন্নতি, যা 2023 থেকে কার্যকর হবে, ২০২১ সালের অক্টোবরের হার অনুযায়ী গাড়ির জ্বালানির দাম নির্ধারণ করা যেটি সর্বোচ্চ ২০২৩ সালের শেষ পর্যন্ত বহাল থাকবে, ওমানের মধ্যে যে সমস্ত নাগরিকের পরিষেবা বন্ধ হয়ে গেছে তাদের জন্য চাকরির নিরাপত্তা গ্র্যাচুইটির মেয়াদ ২০২৩ সালের জুনের শেষ পর্যন্ত বাড়ানো, সুলতানের সশস্ত্র বাহিনী এবং রয়েল গার্ড অব ওমানের কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া আবাসন ঋণ মওকুফ করা।
সুলতান ওমানের পররাষ্ট্রনীতির মূলনীতির উপর জোর দেন, যা সংলাপ, শান্তি এবং রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পদ্ধতিকে সমর্থন করে। বৈঠক শেষে সুলতান দেশ ও নাগরিকদের আগ্রহের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি জাতির কল্যাণ বাস্তবায়নে সকল সাফল্য কামনা করেন।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post