করোনাকালীন সময়ে যখন মানুষ মারা যাওয়ার পর মরদেহ দাফনে প্রিয়জন পর্যন্ত এগিয়ে আসেনি,ঠিক সেই সময় এগিয়ে এসেছিলো মানব আর্তসেবা ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন। করোনায় আক্রান্ত মরদেহ দাফন, অসুস্থদের বিনামূল্যে অক্সিজেন ও রক্তদান কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সম্প্রতি “আর্তের সন্ধানে,মানবতার কল্যাণে” শ্লোগানে প্রথমবারের মত আনুষ্ঠানিক বর্ষপূর্তি পালন করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে বেশ জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনায় সেবাদানকারী বিভিন্ন সংঘটন ও সেচ্ছাসেবকদের সংবর্ধনা দেওয়া হয়। আবদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব সারোয়ার আহমেদ সালেহীন।
প্রধান আলোচক হিসেবে ছিলেন ফরাজি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাঃ আনোয়ার ফরাজি ইমন। এতে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোভা গ্রুপের ডিরেক্টর মোঃ দিদার হোসাইন, ফাইজুস সালেহীন সহ দেশ বরন্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে করোনাকালে সেবাদান করেছে এমন পেশাজীবি ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিকসহ দেশ সেরা ১৫০ টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post