ওমানের আল হাজর পর্বতমালা ও এর আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন (প্যাকা)। রবিবার পূর্বাভাসে জানানো হয়েছে যে, “ধোফার উপকূলীয় অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া ওমানের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের দিকে আল হাজর পর্বতমালা ও এর সংলগ্ন এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব সাগরের উপকূলীয় অঞ্চলগুলির কিছু অংশে গভীর রাত অবধি নিম্ন চাপের সম্ভাবনা রয়েছে।”
প্যাকা অনলাইনে জারি করা বিবৃতিতে বলা হয়েছে: “আরব সাগর উপকূলের কিছু অংশে ঘন মেঘ দেখা যাচ্ছে। যে কারণে ওমানের মাস্কাট, উত্তর আল বাতিনা, মুসান্দাম, আল ওস্তা ও ধোফার এলাকার কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
আরও পড়ুনঃ ওমানের সুলতানের নতুন আদেশ
সোমবার মাস্কাটে সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা হবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও ৩১ ডিগ্রি, সালালাহতে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি, কাসাবে ৪২ ডিগ্রি ও ৩২ ডিগ্রি, সোহারে ৩৭ ডিগ্রি ও ৩২ ডিগ্রি, সুরে ৪৭ ডিগ্রি ও ৩১ ডিগ্রি। নিজওয়াতে ৪৮ ডিগ্রি ও ৩২ ডিগ্রি, ইব্রিতে ৪৭ ডিগ্রি সেলসিয়াস ও ৩৫ ডিগ্রি এবং বুরাইমিতে ৪২ ডিগ্রি ও ৩২ ডিগ্রি। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) বলেছে: “রবিবার সর্বাধিক তাপমাত্রা রয়েছে ফাহুদে ৪৯ ডিগ্রি এবং জাবাল শামসে সর্বনিম্ন ২৩ ডিগ্রি।”
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের এবার মুখ খুললেন হিরো আলম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post