আর কয়েকদিনের মধ্যেই কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জমকালো আসর ফিফা বিশ্বকাপ ২০২২। এবারের আয়োজন কাতারে হলেও লাভবান হতে যাচ্ছে ওমান। স্পেনভিত্তিক একটি শীর্ষস্থানীয় ভ্রমণ ও বিশ্লেষণ সংস্থা ফরওয়ার্ডকিস এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর সময় ওমান ব্যাপকভাবে লাভবান হতে চলেছে এবং এই কারণে ওমানে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরের জন্য বিমানের টিকিট বুকিংয়ের উপর প্রকাশিত তথ্যে থেকে জানা যায়, ওমান বিশ্বকাপের বাজার থেকে আন্তর্জাতিক আগমনে বছরে ৯৩ শতাংশ বৃদ্ধি পাবে এমনটি ধারণা করা হচ্ছে।
৩১টি দেশ থেকে বুকিংয়ের তথ্য যাচাই করে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের (এমএইচটি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত বছরের একই সময়ের তুলনায় আঞ্চলিক বাজার থেকে ভ্রমণকারীর সংখ্যা ১৫৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে।’ বিশ্বকাপ চলাকালীন সময়ে, ওমানে জার্মান ভ্রমণকারীদের সংখ্যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমএইচটি বলেছে ‘গড়ে জার্মান পর্যটকরা প্রায় এক সপ্তাহ বা আট রাতের জন্য ওমানে থাকার ইচ্ছা পোষণ করছে।’ এছাড়া নেদারল্যান্ডস থেকে আগত যাত্রীর সংখ্যা ৮৪ শতাংশ, সুইজারল্যান্ড থেকে ৬০ শতাংশ, যুক্তরাজ্য থেকে ৫৫ শতাংশ এবং ফ্রান্স থেকে ১৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছে এমএইচটি।
ফরওয়ার্ডকিসের তথ্যে আরও বলা হয়েছে, জিসিসিভুক্ত দেশগুলো থেকে ওমানে দর্শনার্থীদের সংখ্যা ১৯৬ শতাংশ বৃদ্ধি পাবে, কাতারে আগত দর্শনার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪৬২ শতাংশ বৃদ্ধি পাবে, এর পরেই রয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিক দেশে যাওয়া ভক্তরা বিশ্বকাপের ম্যাচ দেখার পরে তাদের যাত্রায় ওমানকে একটি ফরোয়ার্ড ডেসটিনেশন হিসাবে পছন্দ করছে।
এমএইচটি-র পর্যটন প্রচারের মহাপরিচালক হাইথাম বিন মোহাম্মদ আল ঘাসানি বলেন, ফরওয়ার্ডকিস-এর সর্বশেষ যে তথ্য-উপাত্ত শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে, যাত্রীদের আকৃষ্ট করতে বিমান পরিবহনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার গুরুত্ব কতটুকু। ওমান প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আশীর্বাদপ্রাপ্ত এবং দর্শনার্থীদের জন্য একটি আশ্রয়স্থল, এটি একটি দম্পতি কিংবা একটি পরিবারের জন্য আদর্শ জায়গা হিসেবে তৈরি করা হয়েছে।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post