মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ব্যাপকহারে বেড়ে চলেছে এইচআইভি রোগীর সংখ্যা। প্রতি সপ্তাহে ৮ জনের দেহে দেখা যাচ্ছে এই রোগের লক্ষণ। স্থানীয় গণমাধ্যমের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গত বছর দেশটিতে ৩ হাজার ৫৮০ জনের দেহে এইচআইভি শনাক্ত হয়। যাদের মধ্যে ১ হাজার ৯৬০ জন মারা যায়।
দেশটির রয়্যাল হাসপাতালের সিনিয়র সংক্রামক রোগ বিষয়ক নার্স জালিলা আল নৈয়ামানিয়া বলেন, ওমানে ব্যাপকহারে এইচআইভি বাড়ছে। সচেতনতার অভাবে ২০১০ সালের পর থেকে দেশটিতে ৪১ শতাংশ হারে রোগটি বেড়েছে। তিনি আরও বলেন, যাদের মধ্যে রোগটি দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই স্কুলের ছাত্র-ছাত্রী। আক্রান্ত রোগীর মধ্যে ১৮ বছরের কম বয়সি শিক্ষার্থী আছে, যারা ধর্ষণের শিকার হয়েছিল।
এটি লক্ষণীয় যে এইচআইভি সংক্রামিত ব্যক্তিরা যারা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ করেন এবং যাদের ভাইরাস নির্মূল করা হয়, তারা পরবর্তীতে অন্যদের মাঝে আর এটি সংক্রমিত করেন না। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মতো চিকিৎসা সেবা যদি জনগণের কাছে সহজলভ্য করা হয় এবং তাদের সঠিক চিকিৎসা সেবা দেয়া হয় তবে সহজেই এই রোগটি নির্মূল করা সম্ভব। এর মাধ্যমে অন্যরাও এই রোগটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে বাঁচবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এইচআইভি একটি প্রধান বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ মানুষ এই রোগটির ভাইরাস শরীরে নিয়ে ঘুরছে। ২০২০ সালের আগ পর্যন্ত বিশ্বে এইডস রোগীর সংখ্যা ছিল ৩ কোটি ৭৭ লাখ। যাদের দুই তৃতীয়াংশের বেশি আফ্রিকান অঞ্চলের মানুষ।
সংস্থাটি আরও জানায়, এইচআইভি সম্পর্কে মানুষের মাঝে যদি সচেতনতা বৃদ্ধি করা হয়, যাদের রোগটি ধরা পড়ছে তাদের সঠিক চিকিৎসা সেবায় নিয়ে আসা যায় এবং তাদের সঠিক পরিচর্যা করা হয় তবে এই রোগটি নিয়েও অনেকদিন সুস্থ জীবন-যাপন সম্ভব।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post