চারবারের বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দলকে ওমানের মাস্কাট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। গতকাল সোমবার রাতে জার্মান ফুটবল দল বিমানবন্দরে এসে পৌঁছালে এই অভ্যর্থনা দেওয়া হয়। কাতার বিশ্বকাপের ছোঁয়া এরই সঙ্গে ছেয়ে যায় গোটা ওমান জুড়ে। আগামী ১৬ নভেম্বর স্বাগতিক ওমানের বিপক্ষে জার্মানির একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আগে ফুটবল জায়ান্টরা তাদের শেষ ম্যাচ খেলার কারণে টিকিটের চাহিদা বেড়ে গেছে।
ফুটবল ম্যাচটি সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে (এসকিউএসসি) অনুষ্ঠিত হবে, খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বৃহস্পতিবার কাতারে যাচ্ছে জার্মান ফুটবল দল। আগামী ২৩ নভেম্বর জাপানের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের গ্রুপ ই অভিযান শুরু করবে জার্মানি। তারপর তারা গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। ওমানের ফুটবল প্রেমীরা জার্মানির কাছ থেকে একটি দারুণ পারফরম্যান্স দেখার প্রত্যাশা করছেন। কারণ ম্যাচটি বিশ্বকাপের আগে চূড়ান্ত ওয়ার্মআপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post