ওমানের আল খয়ের শহরে কঠোর অভিযান চালিয়েছে দেশটির পুলিশ ও লেবার কোর্ট। সোমবার (১৪-নভেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় দুই শতাধিক বাংলাদেশি প্রবাসীকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে।
ঘটনাস্থল থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, রাত দুইটার দিকে আল খয়ের শহরের যে অঞ্চলে বাংলাদেশীরা থাকেন, সে অঞ্চল পুরোটা ঘিরে ফেলেন পুলিশ। প্রতিটি রুমে রুমে যেয়ে চেক করে পুলিশ। এ সময় যাদের বৈধ কাগজপত্র ছিলো তাদেরকে রেখে বাকিদের আটক করে নিয়ে যায় পুলিশ। অভিযানের সময় অনেক রুমের দরজা ভেঙ্গে এরপর রুমে রুমে তল্লাশি করে পুলিশ সদস্যরা। এতে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন প্রবাসীরা।
স্থানীয় প্রবাসীরা বলছেন, প্রতি বছর ওমানের জাতীয় দিবসের আগে বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদের গ্রেফতারে কঠোর অভিযান পরিচালনা করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এর আগে দেশটির সুর, সালালাহ, সোহার, নেজুয়া সহ বেশকিছু প্রদেশে এমন অভিযানের খবর পাওয়া গেছে। এতে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আল খয়ের অভিযান প্রত্যক্ষদর্শী এক প্রবাসী আমাদের জানান, গতকালের অভিযানে বেশকিছু বাংলাদেশি নারীকেও আটক করে পুলিশ। যারা অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলো।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আটক হওয়া এক প্রবাসী আমাদের জানান, ‘সারাদিন রোদে প্লাস্টারের কাজ করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পরেছিলাম, রাতে হঠাত পুলিশ এসে রুমের সবার পতাকা (রেসিডেন্স কার্ড) চেক করে। আমার পতাকা মালিকের কাছে থাকায় যাদের পতাকা ছিলোনা, তাদের সাথে আমাকেও আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আমার মালিকের সাথে যোগাযোগ করে তারা আমাকে ছেঁড়ে দেয়।’
স্থানীয় প্রবাসীরা বলছেন, প্রতি বছর এই সময়ে কঠোর চেকিং চলে। নভেম্বর মাসে তাদের জাতীয় দিবসের আগে এমন কঠোর অভিযানের মাধ্যমে অবৈধ প্রবাসীদের আটক করা হয়। গত ২ বছর করোনা এবং আউটপাশের কারণে অভিযান না করা হলেও এবার বেশ কঠোর ভাবেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আজ সারাদিন ওমানের আল খয়ের অঞ্চল ঘুরে দেখা গেছে অন্য দিনের মত তেমন জমজমাট নেই। চারদিকে নীরব এবং জনমানব শূন্য এক পরিবেশ বিরাজ করছে। স্থানীয় দোকানদাররা বলছেন, আজ তেমন বেচাকেনাও নাই। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে, অনেকেই পুলিশের হাত থেকে বাঁচতে এই অঞ্চল ছেঁড়ে অন্য কোথাও যেয়ে আশ্রয় নিয়েছেন।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post