কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইয়াসিন নামের এক রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। ১৩ নভেম্বর রাতে দেশটির জাহারা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ রাসেল জানান, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তিনি কুয়েতে অবস্থান করছেন ইয়াসিন।
সেখানকার একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন তিনি। বোরবার মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অ্যাম্বুলেন্স যোগে তাকে জাহারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে মরদেহ দেশে পাঠানো হবে। মোহাম্মদ ইয়াসিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলা হাজী মোবারক আলী বাড়ির বাসিন্দা।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post