করোনাভাইরাসের কারণে যেসকল পর্যটক ওমানে ভিজিট ভিসা বা এক্সপ্রেস ভিসায় এসে আটকে পড়েছেন তাদের জন্য সুখবর দিলো রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার আরওপি বলেন, উভয় ভিসা স্বয়ংক্রিয়ভাবে ৩০ জুন ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছে যে, ”করোনাকালীন অনেক পর্যটক দেশে ভিজিট ভিসায় বা এক্সপ্রেস ভিসায় আটকে রয়েছে। তাদের দিকে নজর দিয়ে দেশটির সরকার এই দুই ধরনের ভিসার মেয়াদ আরও ২ সপ্তাহ বৃদ্ধি করছে।”
আরও পড়ুনঃ হাদিস অনুযায়ী করোনার ওষুধ বানিয়ে সৌদির অবিশ্বাস্য সাফল্য!
আরওপি আরও জানায়, “যারা দেশে আছেন তবে বিমানবন্দর বন্ধের কারণে যেতে পারছেন না। তাদের চিন্তার কোনও কারণ নেই। নতুন ভাবে ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত।” উল্লেখ্য: এর আগে বৃহস্পতিবার, পর্যটন মন্ত্রী আহমেদ আল মেহরাজী বলেছিলেন যে, পহেলা মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকল পর্যটন ভিসার মেয়াদ ৩১ শে মার্চ, ২০২১ অবধি নবায়ন করা হয়েছে। সুত্রঃ ওমান অবজারভার
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের এবার মুখ খুললেন হিরো আলম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post