অস্থির তেলের বাজারে ওমানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ওকিউ গ্রুপের মুনাফা বেড়েছে শতভাগেরও বেশি। গত বছরের তুলনায় এই বছরের প্রথমার্ধের নিট মুনাফার তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাতে ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার নিট মুনাফা করেছে ওকিউ গ্রুপ, যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি তেল উৎপাদনও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওকিউ আগে ওমান অয়েল কোম্পানি নামে পরিচিত ছিল। এটি ওমান ইনভেস্টমেন্ট অথরিটির মাধ্যমে ওমান সরকারের একটি সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এটি দেশটির বিদ্যুৎ, তেল পরিশোধন, পেট্রোকেমিক্যাল উৎপাদন, তেল বিপণন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য অবকাঠামো ও পরিবহনের মতো ক্ষেত্রগুলিতে জড়িত। এটি বিশ্বের ১৭টি দেশে কাজ করে। ২০২২ সালের জুন পর্যন্ত ওকিউ প্রতিদিন ২ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করে।
ওকিউ জানায়, দৈনিক গড় তেল উৎপাদন এই বছরের প্রথম ছয় মাসে ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৯০ ব্যারেল হয়েছে। এটি ওমানের মোট তেল উৎপাদনের ১২ দশমিক ৬ শতাংশ। গ্রুপটির উৎপাদন ২০২১ সালের প্রথমার্ধে ২৪ মিলিয়ন ব্যারেলের তুলনায় ২০২২ সালের প্রথমার্ধে দ্বিগুণেরও বেশি বেড়ে ৫৩ মিলিয়ন ব্যারেল তেলের সমান হয়েছে। ২০২২ সালের প্রথমার্ধে ওকিউর গ্যাস নেটওয়ার্কের প্রাপ্যতা অনুপাত ১০০ শতাংশে দাঁড়িয়েছে।
প্রাকৃতিক গ্যাসের উৎপাদন প্রতিদিন ৪৯৪ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে, যার মধ্যে গ্রুপের অপারেটিং সম্পদ থেকে ২৮ মিলিয়ন ঘনফুট রয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ওকিউ-এর অংশীদারিত্বের সম্পদ থেকে উৎপাদন প্রতিদিন ৪৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাসে উন্নীত হয়েছে।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post