ঢাকার শ্যামপুর এলাকা থেকে সোহেল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রাতেই তার দুবাই যাওয়ার কথা ছিল। বুধবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেলের ভায়রা মো. হাসান বলেন, আজ রাতেই তার দুবাই যাওয়ার কথা ছিল। সব কিছুরই প্রস্তুতি ছিল তার। সন্ধ্যার সময় সেলুন থেকে ফ্রেশ হয়ে এসেছে। কিন্তু সন্ধ্যার পর যেকোনো সময় সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানায়, ১৫ বছর আগে সে হিন্দু সম্প্রদায় থেকে মুসলিম হয়েছিলেন। পরে সে বীথিকে বিয়ে করেন। সে দুই ছেলের জনক ছিলেন। তার স্ত্রী বীথি গার্মেন্টসে চাকরি করে। তার সন্তানরা নানীর কাছে থাকে। সন্ধ্যার সময় বড় ছেলে বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করলেও দরজা খোলে না। পরে পাশের বাসার লোকজন এসে দরজা ভেঙে দেখেছে ফ্যানের সঙ্গে ঝুলছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানতে পারিনি। কি কারণে সে এমন কাজ করল সেটাই বুঝতে পারছি না।
হাসান আরও জানায়, তিনি বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে শ্যামপুর পোস্তগোলার কুলি বাগান এলাকার একটি ভাড়া বাসায় থাকতো। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর এলাকায়। সে অনিল দাসের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে শ্যামপুর থানার উপ-পরিদর্শক এস আই গোলাম ফারুক বলেন, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে এ বিষয়ে কিছুই জানতে পারিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে তার স্ত্রী বা এর মৃত্যুর পেছনের কারণ কি সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post