দিনদিন বাড়ছে ওমানে মাছের উৎপাদন। আর তাই জেলেদের অর্থনৈতিক ক্ষমতায়ন, মৎস্য খাতের উন্নয়ন ও অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি করতে দেশটিতে তৈরি হলো আলাদা একটি জেলেদের গ্রাম। দেশটির মাসিরাহ দ্বীপে এই গ্রাম তৈরি করছে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। ৩৪০ বর্গমিটার এলাকায় ১ লাখ ৪০ হাজার ওমানি রিয়াল ব্যয়ে তৈরি করা হয়েছে এই গ্রাম। যেখানে জেলেরা আধুনিক সুবিধা সমৃদ্ধ পাকা বাড়িতে থাকবেন।
এক বিবৃতিতে দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক হামাদ রশিদ আল বুরাইকি বলেন, এই প্রকল্পটি মাছ পরিবহন, মাছ ধরার সরঞ্জাম এবং স্টোরেজ, নৌকা মেরামত সহ যাবতীয় রক্ষণাবেক্ষণ কাজের পরিবেশ তৈরি হবে। ফলে বেশ কয়েকটি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই প্রকল্পের মাধ্যমে মাছ ধরার পরিমাণ সম্পর্কে পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ করা সহজ হবে এবং এক জায়গায় তাদের উপস্থিতির কারণে জেলেদের সাথে সরাসরি যোগাযোগ করতে সহায়তা করবে বলে মনে করছে কৃষি মন্ত্রণালয়। এই গ্রামে একটি মসজিদ, জ্বালানী স্টেশন, বরফ তৈরির ইউনিট, মাছের বাজার এবং একটি ঘাট সহ সমস্ত পরিসেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুরাইকির মতে, ২০১৬ সালে মাছের উৎপাদন ২ হাজার ৮০০ টন থেকে তিনগুণ বেড়ে ২০২১ সালে ৯ হাজার ২২০ টনে দাঁড়িয়েছে। যার মধ্যে অত্র অঞ্চলের বার্ষিক বৃদ্ধির হার ২৭ শতাংশ।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post