পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৮৮ হাজারেরও বেশি রিয়াল দান করেছে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমান (পিডিও)। গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন (ওসিও)। পিডিওতে কর্মরত পেশাজীবীরা এই অনুদান সংগ্রহে সহায়তা করে। ওসিও এক বিবৃতিতে জানায়, ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমানের কর্মীদের কাছ থেকে ৮৮ হাজার ৪২২ রিয়ালের একটি অনুদান পেয়েছে।
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে ১ হাজার ৩০০ এরও বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে ৪০০ জনের বেশি শিশু রয়েছে। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের এক-তৃতীয়াংশ অংশকে পানির নিচে ফেলে দিয়েছে।
তীব্র তাপপ্রবাহের কারণে বন্যা দেখা দেয়, যার ফলে পাহাড়ের হিমবাহগুলি গলে যায় এবং স্বাভাবিক বর্ষার বৃষ্টিপাতের চেয়ে ভারী হয়ে ওঠে। পাকিস্তান ছাড়াও বর্তমানে খরার কারণে ক্ষতিগ্রস্ত সোমালিয়ার পাশেও দাঁড়িয়েছে ওমানের এই সংস্থা। দেশটির জন্য ৮৫ হাজার রিয়ালের একটি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে পিডিও।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post