বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৮ সালে নতুন এই বিমানবন্দর উদ্বোধন করার পর থেকে যাত্রী ও বিমান চলাচল ক্রমান্বয়ে বেড়েই চলছে। যাত্রীর আগমন, ব্যবহার এবং ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির কারণে অন্যতম একটি বিমানবন্দর হিসেবে স্থান পেয়েছে মাস্কাট।
৫ নভেম্বর ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাই মাসের শেষের দিকে ফ্লাইটের সংখ্যা ৩৪ হাজার ৫৫৬ টিতে পৌঁছেছে। যেখানে ৪ কোটি ২৫ লাখ ১১ হাজার ১৭৩ জন যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন। ২০২১ সালের তুলনায় বিমানবন্দরটিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা ১১৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন এই বিমানবন্দরটি প্রয়াত সুলতান কাবুস এমন ভাবেই নির্মাণ করে গেছেন, যার নির্মাণশৈলী এবং প্রযুক্তিগত দিক দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। শতভাগ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় একটা এয়ারপোর্ট।
বিমানবন্দরটি উদ্বোধনের এক বছরের মাথায় অর্থাৎ গত ২০১৯ সালে সেরা পুরষ্কার খেতাব অর্জন করে। যাত্রীসেবার মাধ্যমে বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দরের হিসেবে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড পুরষ্কার পায় এই বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় এটি পরিচালনা করা হয়। ২০২০ সালের শুরুতে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এয়ারলাইনসের সংখ্যা ছিল ৩২টি। ১০৩ টি দেশের নাগরিকদের ভিসামুক্ত ওমান প্রবেশের সুযোগ এবং ওমান এয়ার ও সালাম এয়ারের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির কারণে বেশ জমজমাট থাকে এই বিমানবন্দর।
৫ লাখ ৮০ হাজার বর্গমিটার এ বিমানবন্দরে রয়েছে ৮৬টি চেক-ইন কাউন্টার, ১০টি ব্যাগেজ বেল্ট, ২৯টি বিমানের জেট-ব্রিজ এবং সেইসঙ্গে গোলাপের কলি সাদৃশ্য একটি কন্ট্রোল টাওয়ার। বিমানবন্দরটিতে বিশ্ব বিখ্যাত এয়ারবাস এ ৩৮০ ও বোয়িং ৭৪৭ এর মতো বড় বড় বিমান রাখার মত সক্ষমতা রয়েছে। সেউসাথে বছরে ২৪ মিলিয়ন থেকে ৪৮ মিলিয়ন পর্যন্ত যাত্রী ধারণক্ষমতা রয়েছে। দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে এ বিমানবন্দর। এখানে বিভিন্ন পেশায় প্রায় ২২ হাজার ব্যক্তি নিয়োজিত রয়েছেন। এরমধ্যে আমাদের বাংলাদেশেরও অসংখ্য প্রবাসী সেখানে কাজ করছেন।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post