পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ৯টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ২৭৫ জন নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পদ ও সংখ্যা: ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান, ১৩ জন নেয়া হবে।
আবেদনের যোগ্যতা:আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। এ পদে বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড ১২)।
পদ ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন ১৩ জন। যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে আবেদন করা যাবে। এ পদে বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)।
পদ ও সংখ্যা: বেতারযন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর
এ পদে নেয়া হবে ৯ জন।
আবেদনের যোগ্যতা:
বিজ্ঞান বিভাগে এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এ পদে বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)।
পদ ও সংখ্যা: উচ্চমান সহকারী
উচ্চমান সহকারীর শূন্য পদ তিনটি।
আবেদনের যোগ্যতা:
আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে।
পদ ও সংখ্যা: সারেং পদে নিয়োগ পাবেন ১৫ জন। আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস হতে হবে। এ দুই পদে বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ: সর্বোচ্চ ১৬৯ জন নেয়া হবে। এইচএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৬তম গ্রেডে এ পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটরের শূন্য পদ সাতটি: আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে।
গাড়িচালক পদে নেয়া হবে ২৯ জন। আবেদনের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্পিডবোট ড্রাইভারের শূন্য পদ ১৭টি। এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। এ তিন পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।
বয়সসীমা:
আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করতে হবে:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি। আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post