বাহারি নামের রাজনৈতিক দল। ইত্যাদি পার্টি, গরীব পার্টি, মুসকিল লীগ নামে রাজনীতি করতে চায় বাংলাদেশে। তাই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। শুধু তারাই নন, আরও আছে বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, ফরোয়ার্ড পার্টি নামে আরও শতাধিক দল। নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যসহ বেশ কিছু দল গতবারও আবেদন করেছিল; কিন্তু নিবন্ধন পায়নি।
এছাড়া, সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলও রয়েছে। এবার নিবন্ধনে আগ্রহী রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে- নৈতিক সমাজ, ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টি, জাতীয় ইনসাফ পার্টি, জনমত পার্টি, আম জনতা পার্টি, মুক্তিযোদ্ধা লীগ, হিন্দু লীগ, যুব সেচ্ছাসেবক লীগ, মুসকিল লীগ, জাতীয় বঙ্গ লীগ, বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, বাংলাদেশ বেকার সমাজ ও নাকফুল বাংলাদেশ সহ আরো অনেক বাহারি নামের সংগঠন।
নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৮০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগের বারও ৭৬টি দল আবেদন করেছিল। কিন্তু, যাচাই-বাছাইয়ের সময় দেখা যায় নিবন্ধনের জন্য আবেদন করা বেশিরভাগ দলই নাম ও প্যাডসর্বস্ব।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post