ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার সোনাসহ এক যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৪ নভেম্বর) বিমানবন্দর পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম হোসাইন মাহমুদ। তিনি ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। শুক্রবার (৪ নভেম্বর) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ প্রবাস টাইমকে বলেন, হোসাইন মাহমুদকে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে গ্রেফতার করেন এপিবিএনের গোয়েন্দারা।
এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণবার ও ২৯৬ গ্রাম স্বর্ণালঙ্কার ((রাসায়নিক পরীক্ষা ব্যতীত) জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে তিনটি ল্যাপটপ ও দুইটি আইফোন এক্সএস জব্দ করা হয়। ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা ৬টি স্বর্ণবারের বাজারমূল্য ৪৯ লাখ টাকা ও ২৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারের মূল্য ২০ লাখ টাকা। গ্রেফতার হোসাইন মাহমুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post