যুক্তরাজ্যসহ ইউরোপে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে। ৩০ অক্টোবর দেশটির স্থানীয় সময় রাত ২টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হয়। এতে করে স্থানীয় সময় সহ নামাজের সময়ও পরিবর্তিত হয়েছে। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অবস্থিত ইস্ট লন্ডন মসজিদের প্রতি ওয়াক্তের নামাজের সূচি অনুযায়ী ফজরের নামাজের সময় ভোর সাড়ে ৫টায়, জোহরের জামাত ১২টা ৪৫ মিনিটে, আসর ২টা ৪৭ মিনিটে, মাগরিব ৪টা ৪৭ মিনিটে, এশার নামাজের জামাত হবে সাড়ে ৭টায়। দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষে ইউরোপে বছরে দুবার এ ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করার জন্য ঘড়ির কাঁটা পেছানো হয়।
প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো প্রতিবছর মার্চ মাসের শেষ রবিবার এবং অক্টোবর মাসের শেষ রবিবার তাদের সময়ের পরিবর্তন করে। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় সময় রাত ৩টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে। অর্থাৎ রাত ৩টা থেকে ঘড়ির কাঁটার পরিবর্তন করে এক ঘণ্টা পিছিয়ে রাত ২টা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের ব্যবধান হবে যুক্তরাজ্য ও পর্তুগালের জন্য ছয় ঘণ্টা। পাঁচ ঘণ্টা হবে ইউরোপের অন্যান্য দেশের জন্য।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post