একটা সময় যে দেশের নারীদের এককী চলাফেরা কিংবা খেলাধুলা নিষিদ্ধ ছিলো, এবার সৌদি আরবের ইয়ারা আল-হকবানি নামের এক তরুণী পেশাদার নারী টেনিস শিরোপা জিতে দেশের পতাকা উড়িয়েছেন বাহরাইনে। দেশটিতে অনুষ্ঠিত জে-ফাইভ টাউন টুর্নামেন্টের ফাইনালে রুশ প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন বলা হয়, ইয়ারা সেমিফাইনালে ইসরায়েলি প্রতিপক্ষ ইসাবেল বিলাউসকে হারিয়ে ফাইনালে ওঠেন। তারপর রুশ প্রতিপক্ষ তামারা এরমাকোভাকে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি। ১৮ বছর বয়সী উঠতি তারকা ইয়ারা ফাইনালে তার রুশ প্রতিপক্ষ ১৪ বছর বয়সী এরমাকোভাকে ৬-১ ও ৬-০ পয়েন্টে হারান।
এ নিয়ে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি মুখোমুখি হলেন এই জুটি। এর আগে গত বছর একই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেও এরমাকোভার বিপক্ষে ইয়ারা হকবানি শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন। সৌদির এই তরুণী বর্তমানে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ২২টি জয় এবং ২২টি হারের রেকর্ড নিয়ে ৯৪৬তম স্থানে রয়েছে। তিনি সৌদি আরবের প্রতিনিধিত্বকারী প্রথম পেশাদার ও সর্বকনিষ্ঠ নারী টেনিস খেলোয়াড়।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post