সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশটিতে প্রতিদিন ১৬৮টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ৭টি তালাকের ঘটনা ঘটছে। বিয়ে ভাঙার কারণ হিসেবে বলা হচ্ছে – সামাজিক অসমতা, ভিন্ন ভিন্ন লক্ষ্য এবং জীবনের অগ্রাধিকার এবং একইসঙ্গে সাংস্কৃতিক বৈষম্য।
সম্প্রতি সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ২০২০ সালের শেষের কয়েক মাসে ৫৭ হাজার ৫৯৫টি বিবাহ বিচ্ছেদের আদেশ জারি করা হয়েছিল। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিচ্ছেদের হার ১২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সৌদি আইনজীবী দাখিল আল দাখিল জানান, বিগত ১০ বছরে বিবাহ বিচ্ছেদের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১০ সালে ৯ হাজার ২৩৩টি মামলা থেকে ২০১১ সালে মামলার সংখ্যা বেড়ে ৩৪ হাজারে দাঁড়িয়েছে। পরের বছরগুলোতে বিবাহবিচ্ছেদের ঘটনা আরও বাড়তে থাকে। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে ৫৭ হাজার হয়েছে। চলতি বছরের রিপোর্ট অনুযায়ী প্রতি ঘণ্টায় সৌদিতে ৭টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে।
সৌদি সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য জীবনের ক্রমবর্ধমান জটিলতা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়কে দায়ী করেছেন আল দাখিল। তার মতে, ২০১৯ সালে করোনা মহামারীর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এছাড়া সোশ্যাল মিডিয়া আরব পরিবারগলোকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post