প্রবাসীদের পাঠানো আয়ে গেল মাসের মতোই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরের মতো অক্টোবরেও কমেছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ২৭ দিনে এসেছে ১৩৬ কোটি ৪৯ লাখ ডলার। এ হিসাবে গড়ে দৈনিক এসেছে ৫ কোটি ৫ লাখ ডলার। রবিবার (৩০-অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩২ কোটি ৪৭ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ এবং আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার এসেছে। সেই হিসেবে গত সেপ্টেম্বর থেকে ক্রমাগত কমছে প্রবাসী আয়।
অর্থনীতিবিদদের মতে, প্রণোদনার চেয়েও বেশি টাকা পাওয়া যায় হুন্ডিতে। করোনার প্রভাবে টাকা লেনদেনের অনানুষ্ঠানিক সব খাত প্রায় বন্ধ হয়ে যাওয়ায় প্রবাসী আয় অনেক বেড়েছিল। ভিসা–বাণিজ্য, আন্ডার–ইনভয়েসের (প্রকৃত মূল্য কম দেখানো) মতো অবৈধ পথ ফের চালু হওয়ায় কমছে রেমিট্যান্স বাড়ছে হুন্ডি। এতে চাপ পড়েছে দেশের রিজার্ভে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post