ধূমপান ও তামাক দ্রব্যের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ওমান। দেশটিতে নিদিষ্ট স্থান ব্যতীত পাবলিক প্লেসে সিগারেট নিষিদ্ধ করে নতুন আইন জারী করা হয়েছে। এতে বলা হয়েছে, আপনি যদি সিগারেট জ্বালানোর পরিকল্পনা করেন তবে চারপাশে তাকান। আপনি এমন একটি এলাকায় থাকতে পারেন যেখানে ধূমপান নিষিদ্ধ। অর্থাৎ নির্ধারিত স্থান ব্যতীত যেখানে সেখানে ধূমপান করার আর সুযোগ থাকছেনা দেশটিতে। ২৬ অক্টোবর মাস্কাট পৌরসভার এক বিবৃতিতে পাবলিক প্লেসে ধূমপানের উপর নিষেধাজ্ঞা ছাড়াও, বেশকিছু স্থানে ধূমপান নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। স্থানগুলো হলো, বাস, ট্যাক্সি, বিমান, জাহাজ ও নৌকার মতো পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, স্মোকিং জোন নেই এমন জনসাধারণের অনুমতি যোগ্য স্থানে ধূমপান করা যাবে না। এছাড়াও ধূমপায়ীদের জন্য নির্ধারিত স্থানের জন্য পৌর স্বাস্থ্যবিভাগ থেকে অনুমতি নিতে হবে। ধূমপানের জন্য যেসব স্থানের নির্ধারণ করা হবে, সেসব এলাকা অনুমতি চাওয়ার ক্ষেত্রে অবশ্যই মালিকদের আবেদন পত্রের সঙ্গে পৌর কর লাইসেন্স সংযুক্ত থাকতে হবে। ধূমপানের জন্য এমন জায়গা নির্ধারণ করতে হবে, যেখানে বায়ুচলাচল, এয়ার কন্ডিশন সিস্টেমের পাশাপাশি ধূমপায়ী এবং অধূমপায়ীদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের জন্য ধূমপানের স্থানে প্রবেশের অনুমতি দেওয়া যাবেনা। উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও ক্রীড়া অর্থাৎ খেলার মাঠে ধূমপান নিষিদ্ধ।
প্রথম ও দ্বিতীয় বারের জন্য আইন অমান্যকারির বিরুদ্ধে একশো রিয়াল জরিমানা করা হবে এবং পরবর্তীতে আইন লঙ্ঘন করলে ৩০০ রিয়াল জরিমানার কথা বলা হয়েছে। পৌরসভা থেকে বিজ্ঞপ্তি পাওয়ার পর যদি কেউ লঙ্ঘন করতে থাকে, তাহলে প্রতিদিনের জন্য ২৫ রিয়াল করে ১ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। একইসাথে তিন মাসের কারাদণ্ড বা জরিমানা সহ উভয় দণ্ড হতে পারে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post