ওমানে অর্থপাচারের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করে রয়্যাল ওমান পুলিশ। ২৬ অক্টোবর দেশটির বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বিভিন্ন ব্যাংকগুলো থেকে কার্ড ব্যবহার করে বিপুল পরিমাণের টাকা উত্তোলনের পর বিদেশী ব্যাংকের মাধ্যমে অর্থপাচারের সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে, হাত্তা বন্দর দিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ সিগারেট পাচারের সময় দুইজনকে গ্রেফতার করেছে ওমান কাস্টমস।
আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে কাস্টমস জানায়, বন্দর দিয়ে চলা গাড়ির জ্বালানি ট্যাঙ্কের নীচে লুকিয়ে সিগারেট পাচার করছিলো একটি চক্র। এসময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির খাতমত মালাহা বন্দর দিয়ে সাবানের বক্সের মাধ্যমে অবৈধ সিগারেট পাচারের সময় একজনকে গ্রেফতার করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post