ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে নিভে গেল মালয়েশিয়া প্রবাসীর সব আলো। রাতে ঘুমন্ত ঘরে গাছ পড়ে নিজাম নামের এক মালয়েশিয়ার প্রবাসীর মৃত্যু হয়েছে। একইসাথে তার স্ত্রী ও এক কন্যা সন্তানও মারা গেছেন। নিহতরা হলেন- হেসাখাল পশ্চিম পাড়া গ্রামের নিজাম উদ্দিন তার স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাদের মেয়ে চার বছরের শিশু নুসরাত আক্তার লিজা। ২৪ অক্টোবর রাতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুমিল্লার লাঙ্গলকোটের উপজেলার হেসাখালে।
জানাগেছে, মাস খানেক আগে ছুটিতে দেশে আসেন নিজাম। কথা ছিলো চলতিমাসের শেষ দিকে নতুন বাড়ীতে উঠবেন। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং ঝড়ো বাতাসে পুরাতন ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। এসময় ঘরে অবস্থানরত সবাই মারা যায়। হঠাৎ একই পরিবারের মৃত্যুতে বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। মঙ্গলবার (২৫-অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। এমন মর্মান্তিক ঘটনায় শোঁকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশের ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সরকারি হিসেবে ৯ জন মারা যাওয়ার কথা বলা হলেও ঢাকা পোস্টের তথ্য মতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৯ জেলায় অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে রাজধানীর অন্তত দুই শতাধিক স্থানে গাছ ভেঙে সড়কে পড়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন আছে। সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), শাহীন মোল্লা (৩৮), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), বশর (৪৫) ও তারেক। বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ড্রেজারটি মিরসরাই থানার ১৬নং সাহেরখালি ইউপির ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post