ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কয়েকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। এ ছাড়াও ৬০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮৮৩ ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে নামে বলে জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। এটি সকালে গুয়াঞ্জু থেকে রওনা হয়ে বিকেলে ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে মিয়ানমারে যায়। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, তাদের কক্সবাজার ও চট্টগ্রাম রুটের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিমানের শারজাহ, আবুধাবি, দুবাই ও মাস্কাট রুটের ফ্লাইটের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
জানাগেছে, বৈরী আবহাওয়ার কারণে টরন্টো ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে সূত্র। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব স্বাভাবিক হওয়ায় দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দর ফের চালু করা হয়েছে। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post