আর মাত্র কয়েকদিন পরই বসতে যাচ্ছে ইতিহাসের ব্যয়বহুল ২২তম ফুটবল আসর। পুরো মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস সমৃদ্ধ ক্ষুদ্র দেশটি। আগামী ২১ নভেম্বর উদ্বোধন হবে এবারের এই ফুটবল মহাযজ্ঞ শেষ হবে ১৮ ডিসেম্বর। ফুটবলের এই আসর তথা বিশ্বকাপকে ঘিরে সাজ সাজ রব কাতারে। রাজধানী দোহা সেজেছে বর্ণিল সাজে।
বড় বড় দালানকোঠা আর গুরুত্বপূর্ণ স্থাপনায় শোভা পাচ্ছে পৃথিবী বিখ্যাত ফুটবলারদের ছবিতে। বিশ্বকাপের এ আসরে কাতার সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ৩২ দলের লড়াই দেখতে সারা বিশ্ব থেকে হাজির হবেন কয়েক লাখ দর্শক।
বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তার বিষয়ে একচুলও ছাড় দিতে নারাজ ফিফা সভাপতি ইনফ্যান্তিনো। আর তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এরই মধ্যে কাতার পৌঁছেছে পাকিস্তান থেকে আর্মি অফিসার, জুনিয়র কমিশনার অফিসার এবং সৈন্যদল। এছাড়াও জর্ডানের পক্ষ থেকে পাঠানো হয়েছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের।
অন্যদিকে তুরস্কের পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এছাড়াও দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের পক্ষ থেকে সামরিক বাহিনীসহ কাতারকে দিচ্ছে সামরিক অ্যান্টি-ড্রোন সিস্টেম, যুদ্ধবিমানের হামলা থেকে সুরক্ষার জন্য ডিফেন্স সিস্টেম।
আসরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ও ‘ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। অপরদিকে মরক্কো পাঠিয়েছে হাজারো পুলিশ সদস্য এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। এদিকে কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান ও উন্নত বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয়করণের ব্যাপারে প্রশিক্ষণ দেবে ন্যাটোর আরেক সদস্যদেশ রোমানিয়া। অন্যদিকে ন্যাটোর আরেক সদস্যদেশ ও কাতারের বন্ধুরাষ্ট্র তুরস্ক এরইমধ্যে বিশ্বকাপের জন্য নিরাপত্তা সহায়তা পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছে।
দেশটি ৩ হাজার ২৫০ জন নিরাপত্তা কর্মকর্তা পাঠায়েছে। এর আগে কাতারি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণও দিয়েছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, বিশ্বকাপে নিরাপত্তা প্রদানের জন্য প্রায় ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠাবে। সেই সঙ্গে বিশেষ বাহিনীর ১০০ সদস্য, বোমা সনাক্তকরণ করতে সক্ষম ৫০টি কুকুর ও তাদের প্রশিক্ষক এবং ৫০ জন বোমা বিশেষজ্ঞও পাঠানো হবে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post