আমিরাতে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের নানা সমস্যা নিরসনে স্থানীয় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালানোর উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে তারা গঠন করেছে বাংলাদেশ পোশাক শিল্প মালিক সমিতির নামে একটি সংগঠন।বাংলাদেশের তৈরি পোশাক সহজে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্তৃত করতে এই ব্যবসায়িক সংগঠন অনিবার্য উঠেছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ৩০ বছর ধরে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এই শিল্পকে ঘিরে প্রায় তিন হাজার বাংলাদেশীর বিক্রয় প্রতিষ্ঠান ও কারখানা রয়েছে। শিল্পাঞ্চলটিতে ব্যবসায়ীদের মাসিক টার্ণওভার ২০০ মিলিয়ন ডলারের উপর। তাছাড়া ৩০ হাজার বাংলাদেশীর জীবন জীবিকা চলে এই শিল্পাঞ্চলকে ঘিরে। দীর্ঘদিন এ অঞ্চলে তারা বিচ্ছিন্নভাবে ব্যবসা-বাণিজ্য করে আসলেও নানা সমস্যা নিরসনে ছিলনা তাদের কোনো অভিভাবক বা সংগঠন। দীর্ঘদিন পর হলেও বৈশ্বিক ক্রান্তিকাল কাটিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এখানকার ব্যবসায়ীরা সংগঠনের মাধ্যমে ঐক্য বদ্ধ প্রয়াস চালানোর জন্য উদ্যোগী হয়েছেন। ফলে গঠন করেছেন বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতি। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
৩০১ সদস্য বিশিষ্ট এ সংগঠনটি তৈরি পোশাক ব্যবসায় নানা সংকট ও প্রতিবন্ধকতা দূর করতে ,বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেটের দিক নির্দেশনায় কার্যক্রম চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। বর্তমানে গার্মেন্টস পণ্য আরব আমিরাতে নিয়ে আসার জন্য যে পরিবহন সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন নতুন সংগঠনের নেতৃবৃন্দরা।
ব্যবসায়ীরা জানান করোনার পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে বাংলাদেশি পোশাকের রমরমা বাণিজ্য থাকলেও করোনাকালীন ব্যবসায়ীরা নানা সংকটের মুখাপেক্ষী হয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় বর্তমানে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও চীনের তৈরী পোশাক এই বাজার দখলের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post