ওমানে দীর্ঘদিন লকডাউন থাকার পর গত সপ্তাহে লকডাউন খুলে দিলে আক্রান্তের হার আবার বেড়ে যায়। যে কারণে ওমান সুপ্রিম দেশটির কিছু অঞ্চল পুনরায় লকডাউন ঘোষণা করেছে। ওমান সরকার জানিয়েছে যে, শনিবার (১৩-জুন) দুপুর ১২ টা থেকে ধোফার এলাকায় নতুন ভাবে লকডাউন শুরু হবে। এসময় এলাকাটিতে প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন ব্যতীত অন্য সকল যানবাহন চলাচল নিষিদ্ধ। শনিবার দুপুর ১২ টা থেকে সুনির্দিষ্ট ঘোষণার না পাওয়া পর্যন্ত দুকুম, মাসিরাহ, জাবাল আল আখদার ও জাবাল শামস শহরগুলো লকডাউনের আওতায় থাকবে। এসময় বিভিন্ন চেকপয়েন্টগুলিতে নজরদারি আরও কঠোর করা হবে বলেও জানানো হয়েছে।
দেশটির জাতিয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে, দুপুর ১২ টা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যতীত মাসিরাহ দ্বীপে সকল ধরণের বেসরকারি ও জাতীয় পরিবহন সরবরাহকারী যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ধোফার এলাকায় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের নির্দেশিকা জারি করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ওমানের সকল বাজারে খাদ্য ও ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিশ্চিত করতে এবং বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে পণ্যবাহী পরিবহন নিরবচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকবে। তবে পণ্য পরিবহন সংস্থাগুলিকেও বর্তমানে কিছু নতুন নির্দেশনা মেনে চলতে হবে যেগুলো হলো:
১.যানবাহনে কেবল চালককেই অনুমতি দেওয়া হবে।
২. কোনও এলাকার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনও যানবাহন চলাচল করতে পারবে না।
৩. পণ্যবাহী যানবাহন ২৪ ঘণ্টার মধ্যে মালামাল খালাস করে স্থান ত্যাগ করতে হবে।
৪. সরকারের দেওয়া সকল সতর্কতা ব্যবস্থা মেনে চলতে হবে। যেমন হাতের গ্লোভস পরা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা।
আরও পড়ুনঃ ওমানের আউট পাশের ব্যাপারে দূতাবাসের বিজ্ঞপ্তি
মন্ত্রণালয় জানিয়েছে, যারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের জরিমানা ও অর্থদণ্ড প্রদান করা হবে।
আরও দেখুনঃ সুলতান কাবুসের সেই রহস্যময় চিঠিতে কি লেখা ছিল?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post