ওমানের দ্বিতীয় বাংলাদেশখ্যাত হামরিয়াতে আজ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এতে ওমর হায়াত নামে এক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ঘটনাস্থল থেকে প্রবাস টাইমকে একাধিক প্রবাসী জানিয়েছেন, আজ (২০-অক্টোবর) স্থানীয় সময় বেলা এগারোটার দিকে উক্ত প্রবাসী হামরিয়া থেকে রুইর দিকে যাওয়ার সময় হোন্ডা রোডের আগে গালফ এক্সচেঞ্জের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উক্ত প্রবাসী রাস্তা দিয়ে হাটার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে জানান প্রবাসীরা। ঘটনার একটি সিসি ফুটেজ এসেছে প্রবাস টাইম এর হাতে। সেখানেও দেখা যাচ্ছে মোবাইল ব্যবহার অবস্থায় বেখেয়ালে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে ছিটকে যান তিনি। সাথেসাথে এ্যাম্বুলেন্স এসে গুরুতর অবস্থায় তাকে মাস্কাটের খোলা হাঁসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ভাগ্যগুণে ওমর হায়াত বেঁচে গেলেও প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের সড়কে ঝরছে অনেক বাংলাদেশির প্রাণ। ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে জানাগেছে, সাম্প্রতিক সময়ে প্রবাসে মারা যাওয়ার অধিকাংশই সড়ক দুর্ঘটনার শিকার। এর মধ্যে ট্র্যাফিক আইন না মানা এবং মোবাইল ব্যবহারকে দায়ী করছেন অনেকেই। প্রবাসীরা বলছেন, অনেক প্রবাসী রাস্তা দিয়ে চলার সময় কানে হেডফোন দিয়ে রাখেন, আবার কেউ কেউ মোবাইলে গেইম খেলা অবস্থায় রাস্তা পারাপার হন। এভাবে অসচেতনতার কারণে বিদেশের মাটিতে অকালেই ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। এমতাবস্থায় মোবাইলের আসক্তি কমিয়ে অবসর সময়ে বই পড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post