ওমানে চলছে সেনাবাহিনীর কঠোর অভিযান। এতে চরম আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মাঝে। জানাগেছে, বৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদের গ্রেফতারে চলছে এই অভিযান। এতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। দেশটির সুর, সালালাহ, সোহার, নেজুয়া সহ বেশকিছু প্রদেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আটক হওয়া এক প্রবাসী আমাদের জানান, ‘সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পরেছিলাম, রাতে হঠাত সেনাবাহিনী এসে রুমের সবার পতাকা চেক করে। আমার পতাকা মালিকের কাছে থাকায় যাদের পতাকা ছিলোনা, তাদের সাথে আমাকেও আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আমার মালিক যোগাযোগ করলে তারা আমাকে ছেঁড়ে দেয়।’
সুর থেকে আবুল হাশেম নামে এক প্রবাসী বলেন, প্রতি বছর এই সময়ে কঠোর চেকিং চলে। নভেম্বর মাসে তাদের জাতীয় দিবসের আগে এমন কঠোর অভিযানের মাধ্যমে অবৈধ প্রবাসীদের আটক করা হয়। গত ২ বছর করোনা এবং আউটপাশের কারণে অভিযান না করা হলেও এবার বেশ কঠোর ভাবেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এদিকে ওমান ছাড়াও বর্তমানে সৌদি আরব, কুয়েত এবং মালয়েশিয়াতেও বেশ কঠোর অভিযান চলছে। মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে। ১৪ অক্টোবর রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ১৬ হাজার ২৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর থেকে শুরু করে ১২ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সেটা জানা যায়নি। এদের মধ্যে ৩০১ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব ঢুকে পড়ার অভিযোগ আনা হয়।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post